বৈসাবি উৎসব ঘিরে পাহাড়জুড়ে বইছে আনন্দের বন্যা।সকালে রাজবনবিহার, গর্জনতলী ত্রিপুরা এলাকা, কেরানী পাহাড়সহ জেলা-উপজেলার প্রত্যন্ত এলাকায় ফুল ভাসানোসহ চলছে বৈসাবির বর্ণাঢ্য আয়োজন।
গত শতকের নব্বই দশক থেকে বিভিন্ন নামের একই উৎসব অভিন্ন নামে ‘বৈসাবি’ হিসেবে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। গঠিত হয় বৈসাবি উদযাপন কমিটি।অনেকের মনে করেন, পাহাড়ি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐক্যের প্রয়োজনেই বৈসাবি শব্দটি এসেছে।
- Advertisement -