বেনাপোল প্রতিনিধিঃ যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক বেনাপোল সাদীপুর সীমান্তে অভিজান পরিচালনা করে১টি দেশী পিস্তল সহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত (২৮/৯/২০২৪) তারিখে অভিজ্ঞান প্রচালিতো হয় ।যশোর ৪৯ বিজিবির এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল সিদ্দিকী, এসপিসি,পিএসসি জানান ।সীমান্ত এলাকায় বিজিবি র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা সহ অভিজান জোরদার করা হয়েছে।এরিই অংশ হিসেবে প্রতিনিয়ত সীমান্ত এলাকা থেকে বিভিন্ন প্রকার অবৈধ মালামাল নিয়মিত ভাবে আটক করা হচ্ছে,এই প্রেক্ষিতে (২৮/৯/২০২৪) তারিখে আনুমানিক ৮,৩০সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আই সিপির বিজিবর সদস্য গন নায়েক সুবেদার মোঃ ফরিদ উদ্দিন এর নেতৃত্বে বেনাপোল সাদীপুর মাঠ পাড়া পাকা রাস্তা এলেকায় গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক জন অজ্ঞাত ব্যক্তিদৌড়ে পালিয়ে যায় । উক্ত স্থানে তল্লাশি করে ১টি দেশী পিস্তল ও ৩রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার কূত পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা ও জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।