বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি কমে অর্ধেকেরও নিচে নেমে এসেছে। ফলে বড় ধরনের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।এই বন্দর দিয়ে শুধু ফল আমদানি থেকে প্রতিদিন ২৫ কোটি টাকার রাজস্ব আয় হতো। সেটি বর্তমানে এসে দাঁড়িয়েছে পাঁচ কোটিতে।
আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ফল আমদানিতে সরকার হঠাৎ করে সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সুশান্ত পাল জানান, কয়েক মাস ধরে ফলের আমদানি কমে গেছে। এর ওপর সরকার অতিরিক্ত শুল্কারোপ করেছে। আগে প্রতিদিন এই বন্দর দিয়ে ৫০ থেকে ৬০ ট্রাক ফল আমদানি হতো। মাত্র কয়েক দিনে তা অর্ধেকে নেমে এসেছে। এভাবে চললে আগামী দিনে দাম বাড়ার পাশাপাশি ফলের সংকট দেখা দিতে পারে বলে মনে করেন তিনি।
- Advertisement -
хавал джулиан цена https://haval-msk1.ru/models/haval-jolion-new2024/ .
Купить Танк – только у нас вы найдете цены ниже рынка. Быстрей всего сделать заказ на купить танк в спб у официального дилера можно только у нас!
дилер tank в санкт петербурге
официальный дилер авто танк – https://tankautospb.ru/
танк 300 https://tankautospb.ru/models/tank-300/ .