বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন

0
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে।

- Advertisement -

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বীরগঞ্জ পৌর শহরের শালবন কমিউনিটি সেন্টারের ৫০ জন অতি দরিদ্র শিশুদের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে উক্ত কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা s সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম।
এসময় তিনি বলেন,” দরিদ্র ও অসহায় গরিব ব্যক্তি ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মহতী উদ্যোগ  গ্রহন করার জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার বলেন, উত্তরের জেলা দিনাজপুরের বীরগঞ্জে সন্ধ্যার পর হালকা বাতাস ও ঘন কুয়াশার মাঝে বেশ শীত লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা বিপাকে পড়েছেন তাই শীতকালে শিশুদের  স্বাস্থ্য সুরক্ষা কথা চিন্তা করে এই শীতবস্ত্র বিতরণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর বীরগঞ্জের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, যে ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ ২ হাজার নয়শত ২৬ টি অতি দরিদ্র শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করবে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.