বিশ্বনবী মোহাম্মদ (সা:) ও ইসলাম কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা

0
বিশেষ প্রতিনিধি : ভারতে বিজিবি নেতা কর্তৃক বিশ^নবী মোহাম্মদ (সা:) ও ইসলাম কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মুসলিমরা। শুক্রবার জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ মোড় থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে সর্বস্তরের মুসলিমদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়।বিক্ষোভ মিছিল পরবর্তি পথসভায় বক্তারা বলেন বিশ^নবী মোহাম্মদ (সা:) ও ইসলাম কে নিয়ে কটুক্তি করার জন্য প্রতিবাদ ও তিব্র নিন্দা জানাই। শুধু মাত্র মুসলমানদের ধর্মীয় নেতা নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল (সা:) বিশ্বমানবতার শঅন্তির অগ্রদূত। তিনি মুসলমানদের প্রান। তিনি সকল পথভ্রষ্ট মানুষদের জন্য শান্তির ধর্ম ইসলাম নিয়ে এসেছিলেন। তার চরিত্রে কোন রকম কালিমা নেই কিন্ত তাকে ও ইসলাম কে নিয়ে ভারতে বিজিবি নেতা যে কটুক্তি করেছে তাদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। না হলে বিশ্বের সমস্ত মুসলিম এক  হয়ে ভারতে বিজিবি নেতা তথা ভারতকে প্রতিহত করবে।বিক্ষোভ মিছিল পরবর্তি বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়াহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পিরোজপুর জেলা শাখার সভঅপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন প্রমুখ।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.