আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের পালমা দো মাললোরকা বিমানবন্দরে রায়ানএয়ারের একটি ফ্লাইটে আগুন লাগার সতর্কতা জারি হওয়ার পর বের হতে গিয়ে অন্তত ১৮ যাত্রী আহত হয়েছে। ম্যানচেস্টারগামী বোয়িং ৭৩৭ বিমানে শনিবার উড্ডয়নের আগমুহূর্তে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা বিমানের জরুরি বহির্গমন পথ দিয়ে বিমানের ডানায় নেমে সেখান থেকে লাফ দিয়ে নিচে নামছে।
১৫৩ জন যাত্রী ও ছয়জন ক্রুবাহী বিমানটির একটি ইঞ্জিনে আগুন লাগায় উড্ডয়নের কিছুক্ষণ পরই লাস ভেগাসে জরুরি অবতরণ করে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.