কাঠালিয়া প্রতিনিধি ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলার বাশবুনিয়া গ্রামের মৃত আমজেদ মোল্লার ছেলে শাহাজালাল মোল্লার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন গ্রামবাসী।তারা জানান গত দুইদিন পূর্বে ভান্ডারিয়া গরুর হাটে শাহাজালাল মোল্লা (২৮) একটি গরু বিক্রি করেন পরবর্তীতে এ বিষয় নিয়ে বাশবুনিয়া গ্রামের এলাকাবাসীর ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়।
অনেক বছর পূর্বে চুরির অভিযোগে আমুয়া ইউনিয়নের চেয়ারম্যান, আমিরুল ইসলাম (ফোরকান সিকদার) চুরির বিচার করেন এবং তাকে এলাকা ছেড়ে দিতে বলেন।অনেক বছর যাবত, শাহাজালাল মোল্লা চট্টগ্রামে বসবাস করেন পরবর্তীতে বাড়িতে এসে চুরি করা শুরু করেন এমন অভিযোগ করছেন গ্রামবাসী।