LastNews24.com
At last news on first everyday everytime

বিপজ্জনক পর্যায়ে দিল্লির দূষণ, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

0

বিশেষ প্রতিদিন বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ। গত কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে শহরটি। এর জেরে সেখানে বন্ধ করা হয়েছে সব স্কুল। আরোপ করা হয়েছে বিধিনিষেধ। দিনেও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইটের আলো জ্বালিয়ে।

শনিবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, ৫৩৩ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী। বাতাসের এই মান স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক।

তালিকায় দ্বিতীয় দূষিত শহর পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ৫১৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি। এদিন তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকাকে ১৫৯ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে দেখা গেছে। বায়ুর এই মান অস্বাস্থ্যকর।বাতাসের মান ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে বাতাসের মান থাকলে তা অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর বলে ধরা হয়।

Leave A Reply

Your email address will not be published.