বান্দরবন প্রতিনিধি আদালতের বিচারব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বান্দরবান পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার (৩১ আগস্ট) দুপুরে বান্দরবান বান্দরবানের আমলী আদালত-২ এর দায়িত্বে থাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান এই আদেশ দেন।
বুধবার সকালে দেওয়া আদেশে এএসএম এমরান আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসআই মিঠুন সিংহকে আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে আদেশ দিয়েছেন। বান্দরবানের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ইকবাল করিম নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ বর্তমানে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় এসআই পদে কর্মরত রয়েছেন।এ ব্যাপারে বিজ্ঞ আদালত বলেছেন, সংশ্লিষ্ট পোস্টদাতা কোনো এক বিজ্ঞ আদালতের জামিন সংক্রান্ত একটি সিদ্ধান্তের ব্যাপারে তার মতামত দিতে গিয়ে অশ্রাব্য, অশোভন ও অভদ্র ভাষার ব্যবহার করেছেন। এ কাজের মাধ্যমে তিনি এদেশের সমস্ত আদালত, বিশেষ করে বাংলাদেশের সমস্ত আদালতকে অভদ্রোচিতভাবে এবং ঔদ্ধত্যপূর্ণভাবে আক্রমণ করেছেন। কারণ জামিনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি তার কমেন্টে যে পর্যায়ে জামিনের কথা বলেছেন, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক পরিচালিত আমলী আদালতসমূহে হয়ে থাকে। কাজেই অভিযুক্ত প্রাথমিকভাবে সেই আদালতসমূহ এবং সম্মানিত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণকে সরাসরি আক্রমণ করেছেন। সামগ্রিক বিবেচনায় মিঠুন সিংহকে কমেন্টের ব্যাপারে সশরীরে হাজির হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
কারণ দর্শানো নোটিশে আদালত উল্লেখ করেন, সমাজের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আদালতকে অজ্ঞাত ভাবার কোনো সুযোগ নেই। কোনো বিষয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ করা, আলোচনা বা সমালোচনা করা একটি সামাজিক অধিকার। কিন্তু এই অধিকার প্রয়োগের ক্ষেত্রে আইন ও সংবিধান স্বীকৃত কিছু সীমাবদ্ধতা মেনে চলা বাঞ্ছনীয়। একজন পুলিশ কর্মকর্তা হয়ে এ ধরনের অশ্রাব্য ভাষার ব্যবহার একেবারেই অগ্রহণযোগ্য।আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তির স্ট্যাটাসে পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ আইডি থেকে বিচারব্যবস্থা নিয়ে অশ্রাব্য, অশোভন ও অভদ্র মন্তব্য করা হয়েছে। এ মন্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভদ্রোচিতভাবে এবং ঔদ্ধত্যপূর্ণভাবে আক্রমণ করা হয়েছে যা একজন পুলিশ কর্মকর্তা হিসাবে তিনি করতে পারেন না।বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান আদালত অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সশরীরের উপস্থিত হয়ে মন্তব্যের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।