আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ৪ জুলাই হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিলে’ সই করেছেন। এর মধ্য দিয়ে তার বহু প্রতীক্ষিত কর ও ব্যয়–সংক্রান্ত বিলটি আইনে (অ্যাক্টে) পরিণত হয়েছে।
সিনেটে বিলটি ৫১-৫০ ভোটে পাস হয়। বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল।শুক্রবার ছিল যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বি-২ বোমারু বিমান ও অন্যান্য যুদ্ধবিমানের মহড়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলায় বি-২ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। ওই অভিযানের পাইলটদের নাম অনুষ্ঠানের অতিথির তালিকায় দেখা গেছে।বিগ বিউটিফুল বিল আইনে পরিণত করা গত দুই সপ্তাহে ট্রাম্পের জন্য একটি বড় সাফল্য। তার দাবি অনুযায়ী এর আগে, যুক্তরাষ্ট্রের নিখুঁত বিমান হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।এ বিলের মাধ্যমে ট্রাম্প নিজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী প্রতিশ্রুতি পূর্ণ করলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.