বিনোদন ডেস্কঃ রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন। এনডিটিভি, আনন্দবাজারসহ ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে সেই খবর প্রকাশ করা হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই এই খবর উল্টে যায় জাকির হুসেনের ভাগ্নে আমির আউলিয়ার এক্স পোস্টে। তিনি জানিয়েছেন, কিংবদন্তি তবলাবাদক জীবিত আছেন। সেই সঙ্গে তাঁর অনুরোধ, ভুয়া খবর প্রচার যেন দ্রুত বন্ধ করা হয়।
- Advertisement -
আমির এক্সে লেখেন, “আমার মামা জাকির হুসেন বেঁচে আছেন। তবে তিনি আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। তার চিকিৎসা চলছে। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা তার ভক্তদের কাছে আবেদন, সকলে যেন তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ভুয়ো তথ্য প্রচার বন্ধ করা হোক।”
ওস্তাদ জাকির হোসেনের বোন খুরশিদ আউলিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এই মুহূর্তে আমার ভাই গুরুতর অসুস্থ। আমরা ভারত ও বিশ্বব্যাপী তার সব ভক্ত–অনুরাগীদের প্রতি তাঁর সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করছি।’
জাকিরের পরিবার সংবাদমাধ্যমকে তবলাবাদকের শারীরিক অসুস্থতার কথা প্রথম জানান। একটি বিবৃতিতে বলা হয়, “তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জাকির হুসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছে।” এর পরেই তাঁর ‘মৃত্যু সংবাদ’ ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমেমাধ্যমে।
১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম জাকিরের। তার পিতা উস্তাদ আল্লা রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি।
২০২৪ সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসাবে ছিলেন জাকির।
জাকির তবলায় সঙ্গ দিয়েছেন পন্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খান, জর্জ হ্যারিসনের মতো দিকপালদের।