বিকেল হলেই কমছে তাপমাত্রা

0
আবহাওয়া প্রতিবেদকঃ দুপুর গড়িয়ে বিকেল হতেই হাড়ে কাঁপন ধরাচ্ছে উত্তরের বাতাস, যার রেশ থাকছে পরদিন সকাল পর্যন্ত। অঞ্চলভেদে হালকা থেকে ঘন কুয়াশা থাকছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। কোনো কোনো অঞ্চলে দুপুরেও থাকছে কুয়াশা। দুপুরের কিছু সময় বাদ দিলে সে অর্থে সূর্যের দেখা মিলছে না।রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুই-তিন দিন ধরে শীতের এই চিত্র দেখা যাচ্ছে।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাগজে-কলমে শৈত্যপ্রবাহ না থাকলেও কনকনে ঠাণ্ডার অনুভূতি মনে করিয়ে দিয়েছে শৈত্যপ্রবাহের কথা। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গতকাল সাংবাদিককে বলেন, ‘দিনের তাপমাত্রা কমে শীতের অনুভূতি বেড়েছে। তবে এটাকে শৈত্যপ্রবাহ বলা যাবে না।আগামী দুই-তিন দিনও এই পরিস্থিতি থাকতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে তা শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। তবে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়, ১০.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৮ ডিগ্রি।

আফরোজা সুলতানা জানান, ১৫ ডিসেম্বরের পর দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোনো কোনো এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি মানিক আকবর জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা এবং দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. রকিবুল হাসান বলেন, কয়েক দিন পর তাপমাত্রা আরো নিচে নেমে আসতে পারে।

গোপালগঞ্জেও তাপমাত্রার একই রেকর্ড

গোপালগঞ্জ প্রতিনিধি প্রসূন মণ্ডল জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। গোপালগঞ্জ আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, আগামী তিন দিন এই তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

বদলগাছীতে বেড়েছে শীতের তীব্রতা

বদলগাছী প্রতিনিধি মো. এমদাদুল হক দুলু জানান, নওগাঁর বদলগাছীতে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও একই সঙ্গে তালমিলিয়ে শীত তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.