LastNews24
Online News Paper In Bangladesh

বিএনপি-জামায়াতের ছদ্মবেশী প্রক্সি সরকার আনার চক্রান্ত চলছে : ইনু

0

নিজস্ব প্রতিবেদক  জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়া ও নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে তাল মিলিয়ে দেশের রাজনীতিতে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে। বিএনপি-জামায়াত এবং তাদের রাজনৈতিক সঙ্গীরা নির্বাচনের আগেই সরকার উৎখাত করে সংবিধানবহির্ভূত অস্বাভাবিক সরকার আনার জন্য মাঠ গরম করছে, জল ঘোলা করছে।’ আজ শুক্রবার সকাল ১০ টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় কমিটির সভার শুরুতে প্রারম্ভিক ভাষণে এসব কথা বলেন তিনি। সভা রাত পর্যন্ত চলবে। ইনু বলেন, জামায়াত-বিএনপির সরকার উৎখাত করে দল নিরপেক্ষ সরকারের দাবি যতই নিষ্পাপ হোক না কেন, দল নিরপেক্ষ সরকারের দাবিটাই জামায়াত-বিএনপির পক্ষে ছদ্মবেশী প্রক্সি সরকার আনার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে নির্লজ্জভাবে জামায়াত-বিএনপির অসাংবিধানিক রাজনীতি, ষড়যন্ত্র, চক্রান্তের রাজনীতিকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভ্রান্ত কৌশলে জামাতসহ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি উৎসাহিত ও শক্তিশালী হচ্ছে।’  সভায় সভাপতিত্ব করেন দলীয় সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি। সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দেশের সর্বশেষ রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করেন। এরপর রিপোর্টের ওপর আলোচনা শুরু হয়। সভার শোক প্রস্তাব পাঠ করেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। ইতোমধ্যে আলোচনায় অংশ নিয়েছেন দলের কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি, ফজলুর রহমান বাবুল, মো. শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান ঝলমল, নইমুল হক চৌধুরী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, এড. সাদিক হোসেন, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল হাই মাহবুব, মোঃ নুরুন্নবী, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, সাইফুজ্জামান বাদশা প্রমুখ। সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্যবৃন্দ এবং সকল জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করছেন।

About Author

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More