LastNews24.com
At last news on first everyday everytime

বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে মুন্সিগঞ্জে শান্তি মিছিল

0

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতার গণসংযোগ ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর একটার দিকে মুন্সীগঞ্জ শহরের পৌর শিশু এলাকা থেকে মুন্সীগঞ্জ-আসনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. আব্দুর রহমান জীবনীর নেতৃত্বে শান্তি মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন তিনি।এ সময় তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের কাছে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগকালে সরকারে বিভিন্ন উন্নয়নমূলক তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এতে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.