পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল হামলার অভিযোগে আওয়ামীলীগ ওসহযোগী সংগঠনের ৬৯ নেতকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। আজ বুধবার সকালেস্থানীয় জাতীয়তাবাদী তাতী দলের নেতা মোঃ কবির শেখ বাদী হয়ে এ মামলা করেন। মামলারএজাহারে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃধা মনিরুজ্জামান,উপজেলা যুবলীগেরযুগ্ম সম্পাদক ইকরামুল শিকদারসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের ৬৯নেতাকর্মীর নামউল্লেখ করা হয় এবং ৫০ জন অজ্ঞাত রাখা হয়েছে।সোমবার বিকালে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিল কে লক্ষ্য করে আওয়ামীলীগ ওসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। খবরপেয়ে পুলিশ গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।এ ঘটনায় সোমবার রাতে উপজেলা বিএনপির নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তিরদাবীতে ঘোষেরহাট বাজারে মিছিল করে বিএনপি সমর্থকরা।উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ জানান, ঘোষেরহাট বাজারে বিএনপিরপ্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা যাচ্ছিল। এ সময়আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে ককটেল মেরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার বলেন, “আমিদীর্ঘদিন আওয়ামীলীগের উপজেলা সম্পাদকের দায়িত্বে আছি। আমি তো কারো সাথে টুশব্দটাও করিনি। বিগত দিনে যারা যেমন করেছে, তারা তেমন ফল পাবে।”ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, নাশকতার অভিযোগেআওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি এছাড়াও ৫০ জনের নাম অজ্ঞাত রয়েছে।