‘বিএনপির ফাইনাল পরীক্ষা আগামী জাতীয় নির্বাচন’

0
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ছাত্র সমাজের নেতৃত্বে বিএনপি ও বিরোধী দলগুলোর সহযোগিতায় এ অভ্যুত্থান সফল হয়েছে। তবে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের বিদায় যেমন স্বস্তির, তেমনি একটি শিক্ষা। ভবিষ্যতে কেউ যদি অন্যায় অবিচার করে তাদের একই ধরনের বিচার হবে।তিনি শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতা আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ একের পর এক প্রহসনের নির্বাচন ও জনগনের উপর অত্যাচারের কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাই পতনের পর শেখ হাসিনাসহ তার সকল নেতাকর্মী পালিয়ে গেছে। তিনি বলেন, বিএনপি এখনো বিরোধী দল। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যদিয়ে বিএনপি টেস্ট পরীক্ষা পাস করেছে। ফাইনাল পরীক্ষা আগামী জাতীয় নির্বাচন। তাই নেতাকর্মীদের জনগনের সাথে সুসম্পর্ক করে তাদের মূল্যায়ন করতে হবে।বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জমির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন কবীর হোসেন মোল্লা।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.