বান্দরবানে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

0
বান্দরবান প্রতিনিধি ঃ বান্দরবানে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।রবিবার সকালে এ আদেশ দেন বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা।বান্দরবান জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।স্পেশাল পিপি বাসিং থোয়াই মারমা জানান, দীর্ঘ শুনানী শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি হারুন মিয়ার উপস্থিতিতে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। একই রায়ে যাবজ্জীবনের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেন।মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ১ এপ্রিল জিনিসপত্র কেনার জন্য বাড়ির পাশে মুদির দোকানে গেলে সেখানে ওই কন্যা শিশুকে একা পেয়ে ধর্ষণ করে হারুন মিয়া। ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় ওই বছরের ২ এপ্রিল লামা থানায় এই মামলা দায়ের করেন।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.