বাজে সময়ের মধ্যেই ম্যান সিটি শিবিরে বড় ধাক্কা

0

খেলাধুলা ডেস্কঃ ভীষণ বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটির জন্য আরেক দুঃসংবাদ। ঊরুর চোটে পড়া মানুয়েল আকঞ্জির অস্ত্রোপচার লাগবে। ১০ সপ্তাহ পর্যন্ত এই ডিফেন্ডারকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে গত মঙ্গলবার ঘরের মাঠে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ওই চোট পান আকঞ্জি। দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয় তাকে। ৮৫ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেও ম্যাচটি ৩-২ ব্যবধানে হেরে যায় ইংলিশ চ্যাম্পিয়নরা। সিটির কোচ পেপ গুয়ার্দিওলা সংবাদ সম্মেলনে জানান, অস্ত্রোপচার করাতে হবে ২৯ বছর বয়সী আকঞ্জির। ৮ থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকবে সে।

একই ম্যাচে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সিটির মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ। তার চোট গুরুতর নয় বলে ধারণা গুয়ার্দিওলার।  এই মৌসুমে প্রিমিয়ার লিগে ২০টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ৩০ ম্যাচ খেলেছেন আকঞ্জি। এমন এক সময়ে তিনি ছিটকে গেলেন, যখন তার সতীর্থ তিন ডিফেন্ডার জন স্টোন্স, নাথান আকে ও রুবেন দিয়াস কেবলই মাঠে ফিরেছেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.