বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গ্রীষ্মকালীন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছে। আজ সকাল ৯টায় বাউফল পাবলিক মাঠে তেতুলিয়া জোনের (৩৭টি স্কুল-মাদ্রাসার) খেলার উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড। জানা গেছে, প্রাথমিক পর্যায়ে উপজেলার ৬৭টি মাদ্রাসা ও ৬২ মাধ্যমিক বিদ্যালয় ৪টি ভ্যানুতে বিভক্ত হয়ে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। জোনগুলো হচ্ছে তেতুলিয়া, লোহালিয়া,আলগী ও পায়রা। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে ফুটবল (ছেলে-মেয়ে), হ্যান্ডবল (ছেলে-মেয়ে), কাবাডি ( ছেলে-মেয়ে), দাবা ও সাঁতার উম্মুক্ত। জোন পর্যায়ে আগামী চারদিনের মধ্যে খেলাধুলা গুলো শেষ করার কথা রয়েছে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে চূড়ান্ত খেলার সময় নির্ধারণ করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ সাবেক সদস্য সাংবাদিক হারুন অর রশিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শরীরচর্চা শিক্ষক মন্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য।