খেলাধুলা ডেস্ক ক্রিকেটারের চোট ও অসুস্থতার কারণে বিশ্বকাপ দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার শেষ দিন আজ (৫ সেপ্টেম্বর)। এই মূহূর্তে ১৫ সদস্যের প্রাথমিকভাবে দল আইসিসির কাছে পাঠাবে বিসিবি। এরপর সে দলটায় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পরিবর্তন আনার সুযোগ থাকবে। গতকাল সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান তার ধানমন্ডির কার্যালয়ে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের লাহোর থেকে সে সভায় যোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।সভা শেষে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনাটা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। যেমন আমাদের ওপেনার ছিল লিটন ও তামিম। ওরা তো এখন সুস্থ নয়। চ্যালেঞ্জটা বুঝতে হবে। ওদের ছাড়া নাম পাঠাব? অবশ্যই না। আমরা এখন হয়তো লজিস্টিকের কারণে একটা দল দিতে পারি। তবে সেটা মূল দল না। মূল দলটা ২৬ অথবা ২৭ তারিখের দিকে দিতে পারি।’এ মাসের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজটা দেখেই বিশ্বকাপের মূল দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বোর্ড প্রধান।