বাংলাদেশের বর্তমান টেস্ট দল সবচেয়ে পরিপূর্ণ: হাথুরুসিংহে

0
খেলাধুলা ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য এখন জোর আলোচনায়। বাংলাদেশের পরের চ্যালেঞ্জ ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম ম্যাচটি। এর আগে দলের শক্তিমত্তার কথা মনে করিয়ে দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয়, সম্ভবত এই সময়ের টেস্ট দল সবচেয়ে পরিপূর্ণ। আমরা অনেক পেসার নিয়ে এসেছি, কয়েকজন ভালো গতির বোলার পেয়েছি। আমাদের স্পিন বিভাগেও অভিজ্ঞতা আছে।’‘ব্যাটিংয়ে গভীরতা আছে দুটো কারণে- আমাদের দু’জন স্পিনার সত্যিকারের ব্যাটার, তাদের টেস্ট শতক আছে। আর উইকেটরক্ষক আমাদের মূল ব্যাটার। এজন্য এই সিরিজে দলের ভারসাম্য খুব ভালো। এটা আমাদের আসলে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে যে আমরা এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’৯ ম্যাচে ৬ জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার উপরে আছে ভারত। ৬ ম্যাচে ৩ জয় নিয়ে বাংলাদেশ আছে চারে। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর এখন তাদের নিয়ে প্রত্যাশা বেড়েছে আরও। এটিকে অবশ্য খুব একটা খারাপ মনে করছেন না হাথুরু।তিনি বলেন, ‘চাপ আমাদের জন্য বাড়তি সুবিধাই। আমার মনে হয় অনেকেই বিশ্বাস করে, সামনে তাকানোর মতো কিছু একটা আছে। কিন্তু এরপর আমরা আসলেই বুঝতে পেরেছি কোথায় দাঁড়িয়ে আছি; শক্তি ও দুর্বলতা কতটুকু। দুনিয়ার সেরা দলের সঙ্গে খেলতে আমরা সত্যিই উদ্বুদ্ধ।’‘ভারতে এসে তাদের বিপক্ষে খেলা, এটাই এখনকার দিনের ক্রিকেটে সেরা চ্যালেঞ্জ। সেরা দলের সঙ্গে খেলাটা সবসময় আপনাকে বুঝিয়ে দেয় কোথায় দাঁড়িয়ে আছেন স্পোর্টসম্যান হিসেবে। আমরা ওই চ্যালেঞ্জটার দিকেও তাকিয়ে আছি।’

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.