স্কুল ক্রিকেটে কোয়াড্রপল হাঁকিয়েছেন মুস্তাকিম।ওয়ানডে সংস্করণের ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে। ওপেনিংয়ে নেমে ৪০৩ রানে অপরাজিত থাকেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার। ১৭০ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫০ চার ও ২২ ছক্কায়। ব্যাটিং করেছেন ৪ ঘণ্টা ২০ মিনিট।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানে অলআউট হয় সেন্ট গ্রেগরিস।দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০ রান করেন শেষ ব্যাটার অপূর্ব বাড়োই। মোট ব্যাটারের মধ্যে ৭ জনই ডাক মেরেছেন। হাসান হৃদয়ের ৬ উইকেটের বিপরীতে ৪ উইকেট নিয়েছেন অধিনায়ক পারভেজ। এতে ৭৩৮ রানের জয় পায় ক্যামিব্রিয়ান।
- Advertisement -