খেলাধুলা ডেস্কঃ সিরিজের প্রথম ওয়ানডেতে চরম ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। যদিও একসময় মনে হচ্ছিল সহজ জয় পাচ্ছে শান্তবাহিনী। দুই উইকেটে ১২০ রান তুললেও হঠাৎ খেই হারিয়ে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। মাত্র ২৩ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে শেষ ৮ উইকেট।এমন জয়ের পর আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলছেন, বোলারদের ওপর আস্থা ছিল তার সেটারই প্রতিদান দিয়েছেন তারা।ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে আফগানিস্তান অধিনায়ক বলেন, ‘দলের পারফরম্যান্স নিয়ে অনেক খুশি। আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমার বিশ্বাস ছিল এটা যথেষ্ট। আমরা ৫ উইকেট হারিয়েছিলাম কিন্তু নবি উইকেটে আসার পর সে ইতিবাচক ব্যাটিং করেছে। আমরা বলছিলাম যে ২২০ রান ভালো স্কোর হবে।’৬ উইকেট নিয়ে বাংলাদেশকে হারানো গাজানফারের প্রশংসায় শাহিদি বলেন, ‘স্পিনাররা বেশ ভালো বোলিং করেছে। সে (গাজনাফার) একটা স্পেশাল ট্যালেন্ট।’