বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

0
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে বস্তায় মাটি ভরে আদা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এতে আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের মধ্যেও। মসলা এবং ভেষজ ওষুধ হিসেবে সারা দেশে আদার ব্যাপক ব্যবহার রয়েছে। বর্তমান বাজারে এর দামও বেশ চড়া। তাই পরিবারের প্রয়োজন মেটাতে এবং বাড়তি আয়ের আশায় জেলার কৃষকরা বস্তায় আদা চাষ শুরু করেছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে বস্তায় আদা চাষ করেছেন কৃষকরা। নীলফামারী সদর উপজেলায় ১ লাখ ৫ হাজার, ডোমার ৬৫ হাজার বস্তা, ডিমলা ৬০ হাজার, কিশোরগঞ্জ ৫৮ হাজার ৪০০ বস্তা, জলঢাকা ২৬ হাজার ও সৈয়দপুর উপজেলায় ১৮ হাজার ১৫০ বস্তা পতিত জমিতে আদা চাষ করা হয়েছে। জেলার ৬টি উপজেলায় ৩ লাখ ৩২ হাজার ৭৭৫ বস্তায় আদা চাষ করা হয়েছে।নীলফামারী সদর উপজেলার রামনগড় ইউনিয়নের কৃষক মান্না মিয়া বলেন, এই প্রথম বস্তায় আদা চাষ করেছি। মাটির সঙ্গে গোবর সার, খৈল, ছাইসহ রাসায়নিক সার মিশিয়ে ৯ হাজার বস্তায় চাষ করেছি। গত এপ্রিল মাসের প্রথম দিকে আদার কন্দগুলো রোপণ করি বস্তার মাটিতে। বাড়ির পাশে পতিত জায়গা কাজে লাগিয়ে লাভের আশা করছি। এখনও কোন রোগ বালাই দেখা দেয়নি।কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের কৃষক শাহজাহান মিয়া বলেন, ২০ শতাংশ পতিত জমিতে দেশি জাতের ১০৩০ বস্তায় আদার চাষ করেছি। এখন আদার কেজি ৩০০ টাকা। উত্তোলনের সময় ২০০ টাকা কেজি বাজার পেলে লাভ হবে।কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের কৃষক আব্দুল কাদের বলেন, মাঠের জমিতে আদা চাষ করা সম্ভব নয় বিধায় বাড়ির উঠানে ও আশপাশে ৩০ শতাংশ পতিত জমিতে ৬৭৩৫টি বস্তায় আদা চাষ  করছি।নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক হাসান বলেন, এবার সদর উপজেলায় ১ লাখ ৫ হাজার বস্তায় আদা চাষ করছেন। কৃষি বিভাগ থেকে বিনামূল্যে ১৫ হাজার বস্তা আদা সার ও কীটনাশক কৃষকদের দেওয়া হয়েছে। কৃষকদের নতুন এ পদ্ধতিতে আদা চাষ করতে উদ্বুদ্ধ করছেন তারা। বাড়ির আশপাশের ছায়াযুক্ত জায়গা, বাগান, পতিত স্থানে সহজেই এ পদ্ধতিতে আদা চাষ করা যায়।নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম  বলেন, এপ্রিল-মে মাস আদা চাষের উপযুক্ত সময়। বস্তায় আদা চাষ করলে আলাদা জমির অপচয় হয় না।বস্তার মাটি নিয়ন্ত্রণ  করা সহজ হয়। আদার দাম অনেক বেশি। আমরা কৃষককে আদা চাষে উদ্বুদ্ধ করছি, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.