বিশেষ প্রতিনিধি: এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৭নং ওয়ার্ডস্থ কুদঘাটা বাজারের তিন রাস্তার মুখে জিনৈক হেমায়েতের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরে হইতে ২৮/১১/২০২৪, সময়, সকাল-১০:৩০ ঘটিকার সময় ১৮ বোতল ফেনসিডিল সহ একজন কে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ব্যাগ তল্যাসি করে ১৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।এ সময় মোঃ বাবুল(৪২),পিতা-মৃত আঃ ছাত্তার ,মাতা-জহুরা বেগম ১৮ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত অফিসার ও ফোর্স – এসআই- মেহেদী হাসান, এসআই-পিন্টু পাল, এএসআই-আউয়াল, এএসআই-মহসিনএ সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি/সাক্ষী – ১/মোঃ কালাম ২/ সায়েম গাজী। আসামির বিরুদ্ধে মামলার কাজ চলমান রয়েছে।