‘বরবাদ’-নিয়ে বেশি আগ্রহ হল মালিকদের

0
বিনোদন ডেস্কঃ ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই তোরজোড় শুরু হয়ে গেছে। গেল কয়েক মাস ধরে সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই মন্দা। তার দরুণ এবারের ঈদ উৎসবে দর্শক ধরতে সবাই মুখিয়ে রয়েছেন।

এখন পর্যন্ত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় চারটি সিনেমার নাম শোনা যাচ্ছে।এরমধ্যে রয়েছে শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগী’, সিয়াম আহমেদের ‘জংলি’ এবং সজল নূরের ‘জ্বীন ৩’। এছাড়াও মুক্তির মিছিলে আরো দুই সিনেমা- মোশাররফ করিমের ‘চক্কর’ ও আদর আজাদের ‘পিনিক’ যোগ হতে পারে বলে জানা গেছে।

যেহেতু এখনও কিছু সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলমান, সেগুলো শেষ করে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনীর পর সার্টিফিকেট প্রাপ্তির বিষয় রয়েছে। সব ধকল পেরিয়ে কয়টা মুক্তির জন্য প্রস্তুত হয় সেটাই দেখার পালা।

এখন পর্যন্ত প্রচার প্রচারণায় বেশ সরব ‘বরবাদ’ সিনেমা। ইতিমধ্যে উন্মুক্ত হওয়া সিনেমাটির টিজার দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। যার দরুণ সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন।অন্যদিকে ‘দাগী’ সিনেমার শুটিং শেষ হওয়া ছাড়া এখন পর্যন্ত আর কোন আপডেট পাওয়া যায়নি।এখনও আসেনি সিনেমাটির কোনো পোস্টার, ফার্স্ট লুক কিংবা টিজার। এ ছাড়া, ‘জংলি’ সিনেমার ফার্স্ট লুক এবং একটি গান প্রকাশ্যে এসেছে, তবে সেটি সেভাবে জমাতে পারেনি দর্শক মন। তবে ধারণা করা হচ্ছে টিজারে আলোচনা তৈরি করবে এটি। ইতিমধ্যে ‘জ্বীন ৩’ সিনেমাটির একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। আগের দুই সিনেমার পর ভৌতিক এই সিক্যুয়েলটি নিয়েও দর্শকের রয়েছে আগ্রহ।

ঈদে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি সিনেমা চালানোর কথা রয়েছে স্টার সিনেপ্লেক্সের। তবে ‘বরবাদ’ নিয়েই বেশি আগ্রহ জানিয়ে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ সাংবাদিককে বলেন, ‘এখনো তো সিনেমা কোনগুলো মুক্তি পাবে তা চূড়ান্ত হয়নি। যেহেতু ইন্ডাস্ট্রি অনেক দিন ধরে দর্শক খরায় ভুগছে সেটা কাটিয়ে উঠার একটা উপযুক্ত সময় হচ্ছে ঈদ। সিনেপ্লেক্সের ‘বরবাদ’ নিয়ে আগ্রহ বেশি। এটা নিয়ে অনেক আলোচনা দেখতে পাচ্ছি। আশা করছি এই সিনেমা দিয়ে দর্শক আবারো ফিরবে। পাশাপাশি দাগী, জংলি, জ্বীন ৩ সিনেমাগুলোও চালাব।’

সিঙ্গেল স্ক্রিন মধুমিতা হলেও ‘বরবাদ’ চলবে জানিয়ে এর মালিক ইফতেখার উদ্দিন নওশাদ সাংবাদিককে বলেন, ‘ঈদে শাকিব খানের ছবিই চালাব, এর কোনো বিকল্প নেই। তার ছবির দর্শক আছে। অন্যদের ক্ষেত্রে হয়তো ছবির গল্প ভালো হলে এর পর দর্শক আসে কিন্তু শাকিব খানের ক্ষেত্রে সেটা লাগে না, তার সিনেমা হলেই হয়। ঈদে ‘বরবাদ’ই চালাব। নভেম্বর থেকে হল বন্ধ, সেটা কাটিয়ে উঠতে হবে।’

রাজধানীর শ্যামলী সিনেমা হলেও ঈদে ‘বরবাদ’ চালাবেন বলে জানালেন এর ব্যবস্থাপক মোহাম্মদ হাসান। তিনি সাংবাদিককে বলেন, ‘আমরা ঈদে ‘বরবাদ’ সিনেমা চালাব। এই ছবিটা নিয়েই বেশি আগ্রহ। এটা দিয়েই ঈদে হল খুলব। এর পরে অন্যান্য ছবি চালাব।’

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.