এখন পর্যন্ত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় চারটি সিনেমার নাম শোনা যাচ্ছে।এরমধ্যে রয়েছে শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগী’, সিয়াম আহমেদের ‘জংলি’ এবং সজল নূরের ‘জ্বীন ৩’। এছাড়াও মুক্তির মিছিলে আরো দুই সিনেমা- মোশাররফ করিমের ‘চক্কর’ ও আদর আজাদের ‘পিনিক’ যোগ হতে পারে বলে জানা গেছে।
সিঙ্গেল স্ক্রিন মধুমিতা হলেও ‘বরবাদ’ চলবে জানিয়ে এর মালিক ইফতেখার উদ্দিন নওশাদ সাংবাদিককে বলেন, ‘ঈদে শাকিব খানের ছবিই চালাব, এর কোনো বিকল্প নেই। তার ছবির দর্শক আছে। অন্যদের ক্ষেত্রে হয়তো ছবির গল্প ভালো হলে এর পর দর্শক আসে কিন্তু শাকিব খানের ক্ষেত্রে সেটা লাগে না, তার সিনেমা হলেই হয়। ঈদে ‘বরবাদ’ই চালাব। নভেম্বর থেকে হল বন্ধ, সেটা কাটিয়ে উঠতে হবে।’
রাজধানীর শ্যামলী সিনেমা হলেও ঈদে ‘বরবাদ’ চালাবেন বলে জানালেন এর ব্যবস্থাপক মোহাম্মদ হাসান। তিনি সাংবাদিককে বলেন, ‘আমরা ঈদে ‘বরবাদ’ সিনেমা চালাব। এই ছবিটা নিয়েই বেশি আগ্রহ। এটা দিয়েই ঈদে হল খুলব। এর পরে অন্যান্য ছবি চালাব।’
- Advertisement -