বরগুনায় ৪র্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

0
জেলা প্রতিবেদকঃ বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ বেতাগী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আরিফা ইসলাম (১১) শনিবার (১২ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কার সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে এর রহস্য জানা যায়নি।

বেতাগী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেনের মেয়ে আরিফা ইসলাম নিজ বাড়ির একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এরপর আরিফাকে তার মা-বাবা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরিফার বাবা বেলাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে  বলেন, মা-বাবা কারো সঙ্গে তো ওর কথা কাটাকাটি হয়নি। কার সঙ্গে রাগ করেছে, কিছুই বুঝতে পারলাম না।’বেতাগী থানা তদন্তকারী কর্মকর্তা মো. ফারুক হোসেন খান বলেন, ‘থানা পুলিশ খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরিফার মরদেহ উদ্ধার করে বেতাগী থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বেতাগী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টা পর্যন্ত আরিফার লাশ থানায় রয়েছে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.