ববি প্রতিনিধি- বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন। ২ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভের অভিযানে তাঁরা অংশগ্রহণ করেছেন। এর পরে দুপুর ১২টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা মহিলা এবং পুরুষ একসঙ্গে স্লোগান নিতে উৎসাহিত ছিলেন, যেমনঃ “জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে”, “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম” ইত্যাদি।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের একটি শিক্ষার্থী নুর মোহাম্মদ বলেন, “সমস্ত চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে সুপরিকল্পিতভাবে একটা জনগোষ্ঠীকে পেছনে ফেলা হচ্ছে। আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তাই অনতিবিলম্বে আমরা বৈষম্যমূলক কোটার সংস্কার চাই।”
ববির এই অভিযানে শিক্ষার্থীরা তাদের দাবি ও মানববন্ধনের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং তাদের মহাসড়ক অবরোধের মাধ্যমে সমাজের মন্দ পথে প্রতিক্রিয়া দেন।