বন্যার্তদের সহায়তায় চ্যারিটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

0
ক্রীড়া ডেস্কঃ সম্প্রতি আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কা। এতে ১৬ জনের প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে একটি চ্যারিটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ বন্যাদুর্গত এলাকার একটি হাসপাতাল পুনর্গঠনে ব্যয় করা হবে।

- Advertisement -

আগামী পরশু (২২ মার্চ) বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরে অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা জাতীয় দল। এ নিয়ে কোচ স্কালোনি বলেন, ‘আমরা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলব। আর এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ বাহিয়া ব্লাঙ্কার গুরুত্বপূর্ণ হাসপাতাল পুনর্গঠনে দান করা হবে।’শুধু তা-ই নয়, বন্যাদুর্গতদের দীর্ঘমেয়াদি সহায়তায় অভিনব এক চুক্তিও করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।সংস্থাটির সভাপতি ক্লাদিও তাপিয়া জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে আর্জেন্টিনা জাতীয় দল প্রতিবার গোল করলেই বাহিয়া ব্লাঙ্কা এলাকায় একটি করে ঘর নির্মাণ করবে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

এর আগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় কী হচ্ছে, আমরা নিবিড়ভাবে তার খোঁজখবর রাখছি। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, সেসব পরিবারের জন্য আমার সমবেদনা রইল এবং কঠিন এই সময়ে যারা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যেন মানসিক দিক থেকে শক্ত থাকতে পারে, সেই কামনা থাকল।’

মার্চের প্রথম ভাগের শেষ দিকে আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কায় প্রবল বর্ষণের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।আট ঘণ্টার প্রবল বর্ষণে বন্দরনগরীর বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতিও হয়। এতে মারা যায় ১৬ জন মানুষ। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.