‘বদলি’ রোনালদো জেতালেন পর্তুগালকে

0
খেলাধুলা ডেস্ক ঃ বহু সুযোগ হাতছাড়া করার পর ম্যাচটা শেষ পর্যন্ত পর্তুগালই জিতল। আর শেষ সময়ে সেই ব‍্যবধান গড়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।টানা দুই জয়ে দলকে নিয়ে গেলেন লিগ ওয়ানের ১ নম্বর গ্রুপের চূড়ায়। ঘরের মাঠে রবিবার রাতেউয়েফা নেশন্স লিগের ম‍্যাচে ২-১ গোলে জিতেছে পর্তুগাল।প্রথমার্ধে স্কট ম‍্যাকটোমিনের গোলে স্কটল‍্যান্ড এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেস সমতা ফেরানোর পর দলকে ৩ পয়েন্ট এনে দেন বদলি হিসেবে খেলতে নামা রোনালদো। টানা দুই ম‍্যাচে গোল করেন পর্তুগিজ মহাতারকা।ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ম‍্যাচে ছুঁয়েছিলেন ৯০০ গোলের সীমানা। ৩৯ বছর বয়সী মহাতারকার এখন গোল হলো ৯০১টি।টানা ২ জয়ে ৬ পয়েন্ট গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। লুকা মদ্রিচের একমাত্র গোলে পোল‍্যান্ডকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে ক্রোয়েশিয়া। একটি করে জয়ে এই দুটি দলের পয়েন্ট ৩ করে।টানা দুই হারে এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি স্কটল্যান্ড।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.