খেলাধুলা ডেস্ক রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপর্যয় সামাল দেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় দিনেও দাঁড়িয়ে গেছেন এই দুই ব্যাটার। টাইগার বোলারদের পাত্তা না দিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই দুই পাক ব্যাটার।প্রথম দিন শেষে শাকিল ৫৭ ও রিজওয়ান ২৪ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে খেলতে নেমে দারুণ ব্যাটিং করেন এই দুই ব্যাটার। বাংলাদেশের বোলারদের হতাশ করে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটায় নিজেদের করে নেয় পাকিস্তান। এতে দুইশো পেরোয় পাকিস্তান। সেইসঙ্গে ফিফটি তুলে নেন রিজওয়ান। ফিফটির পর রানের চাকা সচল রাখেন রিজওয়ান-শাকিল। এরপরও টাইগার বোলারদের পাত্তা না দিয়ে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। ১৪৩ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। এটি রিজওয়ানে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক।রিজওয়ানের পর সেঞ্চুরির দেখা পান শাকিল। ১৯৫ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ খবর পর্যন্ত ৭৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে পাকিস্তান।