নাটোর প্রতিনিধি ॥ তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম ধর্ম প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তাবলীগ জামায়াতের ইসলাম প্রচারের জন্য কাকরাইল মসজিদের জায়গা দিয়েছেন। তাবলীগ জামায়াতের সমাবেশের জন্য টঙ্গী ময়দান দান করেছেন। জননেত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন।আজ শনিবার দুপুরে সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে হাজী কল্যাণ পরিষদের আয়োজনে হজ্বে গমনেচ্ছুক হাজীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।জুনাইদ আহমেদ পলক আরো বলেন, ‘সরকার বিদেশী অর্থায়নে মসজিদ নির্মাণ করছে’ এটা অপপ্রচার ছাড়া কিছুই না। সরকার নিজস্ব অর্থায়নে সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছে।আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতের সঞ্চালনায়
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, আওয়ামী লীগ নেতা মাওলানা রুহুল আমিন প্রমূখ।পরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজস্ব অর্থায়নে হজ্জ্ব গমনেচ্ছুক ব্যক্তিদের উপহার প্রদান করেন।