ফেনীতে সিএনজিতে আগুন, ট্রাক ও কাভার্ড ভ্যান ভাংচুর

0

বিশেষ প্রতিনিধি বিএনপি জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন ফেনীতে সিএনজিতে আগুন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এছাড়া অবরোধকারীরা কয়েকটি ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ভাংচুর করা ছাড়াও চালকদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ফেনী শহরের রামপুর সওদাগর পাড়া সড়ক ও তাকিয়া রোডে এসব ঘটনা ঘটে। এছাড়া অবরোধ সমর্থনে ইসলামপুর রোডে যুবদল একটি মিছিল বের করলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।সকাল দশটার দিকে রামপুর সওদাগর পাড়া সড়কে অবরোধকারীরা একটি সিএনজির গতিরোধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা মাছ বিক্রেতা রুবেল ও গাড়ির মালিক এনামুল হক জানান, নোয়াখালীর কবির হাটের সোনাদিয়া থেকে তারা ফেনীর বড় বাজার আড়তে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে পিকেটাররা তাদের সিএনজিতে আগুন ধরিয়ে দেয়। এসময় তাদের কাছে থাকা মাছ বিক্রির ৬০ হাজার টাকা ও তাদের দুটি মোবাইল জোর করে নিয়ে যায়।

ফেনীর ব্যস্ততম বাণিজ্যিক সড়ক তাকিয়া রোডে দাঁড়িয়ে মাল বোঝাই করা কয়েকটি ট্রাক ও কাভার্ড ভ্যান ভাংচুর করে অবরোধকারীরা। সোনাগাজীর আহম্মদপুরের সিএনজি চালক মইন উদ্দিন জানান, অবরোধকারীরা তার গাড়ির গ্লাস ভেঙে ফেলেছে ও তাকে মারধর করেছে।এদিকে অবরোধে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা মাঠে তৎপর রয়েছে। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, ২৮ তারিখে থেকে এপর্যন্ত জেলায় মোট ১৫টি মামলায় ১১২ জন গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.