ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুরে ৪ হাজার তালের আঁটি রোপণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের জিগারকান্দা-বালিচান্দা এলাকার মদিনা বাজারের নেক্সাস ফোর্টিন ক্লাব ও যুব সমাজের উদ্যোগে এসব তালের আঁটি রোপণ করা হয়। নীরব নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী একাই ১৩শ তালের আঁটি সংগ্রহ করে দেয়। এ উপলক্ষে যুব সমাজের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালির মাধ্যমে তালের আঁটি রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। এ সময় ফুলপুর অনার্স স্টুডেন্টস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আকবর আলী আহসান, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির স্থানীয় প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল মোতালেব, সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক এমদাদুল হক, শাহ আলম, আবু বকর, বিল্লাল হোসেন, আকিকুল ইসলাম, ফাহিম, সুজন, মেহেদী, আওলাদ, জাহাঙ্গীর, মামুন, বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। ১৩শ তালের আঁটি সংগ্রহ করে দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে নীরবকে পুরষ্কৃত করা হয়। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত ও নদী ভাঙন থেকে রক্ষা পেতে তাল গাছের বিকল্প নেই। আসুন, আমরা সবাই কমপক্ষে একটি করে তাল গাছ লাগাই।