ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি ১৭ বার, রোনালদো ১৫

0
খেলাধুলা ডেস্কঃ পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।ফিফাপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশ নির্বাচন করা হয় ফুটবলারদের ভোটে। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ বার একাদশে জায়গা পেয়েছেন মেসি। আর রোনালদো জায়গা পেয়েছেন ১৫ বার। তবে ২০০৭ সাল থেকে মেসি প্রতিবারই এই একাদশে জায়গা পেয়েছেন। এবারের ২৬ জনের তালিকায় ইউরোপের বাইরে থেকে আছেন কেবল এই দু’জন।এই তালিকায় জায়গা পাওয়া ১১ জনই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়। আর কোনো লিগ থেকে এত খেলোয়াড়ের জায়গা হয়নি। এই ১১ জনের মধ্যে আবার ম্যানচেস্টার সিটিরই আছে ৭ জন। তবে বিস্ময়কর হলেও সত্য যে বর্ষসেরার তালিকায় নেই লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর নাম।আগামী ৯ ডিসেম্বর জানা যাবে সেরা একাদশে কারা থাকছেন। এই একাদশ নির্বাচনে ভোট দিয়ে থাকেন কেবল পেশাদার ফুটবলাররাই। এবার ৭০ দেশ থেকে রেকর্ড ২৮ হাজার ৩২২ ভোট পড়েছে। ভোটের ক্ষেত্রে ২১ আগস্ট ২০২৩ থেকে ১৪ জুলাই ২০২৪ সাল পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এই সময়ে অন্তত ৩০টি ম্যাচ খেলা ফুটবলারদেরকেই ভোটের জন্য বিবেচনায় রাখা হয়েছে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.