শান্ত ইসলাম, বরিশাল : গতকাল শুক্রবার আছরবাদ সদররোড ইমানআলী টাওয়ার এর ৫ম তলায় দক্ষ জনবল ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে উদ্বোধন হলো ফিউচার ফিক্স মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট ।
Related Posts
বর্তমানে জেনারেল শিক্ষা শেষে তেমন কোনো চাকরি মিলছে না তাই প্রয়োজন কারিগরি শিক্ষার। আর এই বেকার সমস্যা দূর করার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়েছে ফিউচার ফিক্স এ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করে ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ডক্টর ফয়জুল হক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বরিশালের প্রধান -কারী মাসউদ বিন মোস্তফাবিশেষ অতিথি হিসেবে ছিলেন : এডভোকেট মাসুদ বাবলু আরো উপস্থিত ছিলেন বরিশাল মোবাইল ব্যবসায় সমিতির সম্মানিত সেক্রেটারি মামুনুল হক ভূঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মাওলানা মাসউদুর রহমান এবং লক্ষ্য উদ্দেশ্যে বিষয়ে মূল বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে নতুন এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.