LastNews24
Online News Paper In Bangladesh

ফরিদপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

0

ফরিদপুর প্রতিনিধি  গণতন্ত্র উন্নয়নে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ইলেকশন রিপোর্টিং বিষয়ক সাংবাদিকদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার বিকেলে ফরিদপুরে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। শহরতলীর বদরপুর এলাকায় অবস্থিত ব্র্যাক লানিং সেন্টারে ইন্টারনিউজ ও ইউএসএআইডির সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে নিউজ নেটওয়ার্ক। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জার্মান নিউজ এজেন্সি এর বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু, নিউজ নেটওয়ার্ক এর প্রশিক্ষণ সমন্বয়কারী জিয়াউর রহমান, প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিম, ইন্টার নিউজের বাংলাদেশ প্রোগ্রাম কর্মকর্তা শাখাওয়াত হোসাইন, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, ফরিদপুরের সমন্বয়ক পান্না বালা।তিন দিনের কর্মশালার বর্ণনা দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক তরিকুল ইসলাম হিমেল এবং নার্গিস আক্তার। এ কর্মশালায় ফরিদপুরের বিভিন্ন উপজেলাসহ জেলার ২০ জন সাংবাদিক অংশ নেন। গত রবিবার থেকে তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন। সমাপনী অনুষ্ঠানের পরে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

About Author

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More