নজরুল শেখ নিজস্ব প্রতিবেদকঃ গত ১৮ জুন বুধবার দুপুর ৩:১০ মিনিটে ফরিদপুর-ভাঙ্গা হাইওয়ে মহাসড়কে মুন্সী বাজার সংলগ্ন কাফুরা এলাকায় রয়েল পরিবহন ঢাকা মেট্রো ব-১৫-৩৮৬২ বরিশাল থেকে মেহেরপুরগামী ও বালুভর্তি ট্রাক ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান,
আহত ব্যক্তিরা হলেন ১। রওশন আলী সরদার (৭০), পিং আব্দুল গনি, ঢাকা টেঙ্গুড়া, থানাঃ দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। ২। মোঃ লাল মিয়া (৭৫), পিং রুস্তম মন্ডল, ছেলে মিজানুর, গ্রাম রোয়া কুলি, বদরগঞ্জ পাড়া, পো: মুন্সীগঞ্জ, থানাঃ আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.