ফরিদপুরের ভাঙ্গায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

0

জেলা প্রতিবেদকঃ ফরিদপুরের ভাঙ্গায় খাল থেকে কমেলা বেগম (৫০) নামক এক নারীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রাম সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের দলিল উদ্দিন শেখ ও ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কড়রা গ্রামের খলিল খানের স্ত্রী।

- Advertisement -

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, গত তিন দিন আগে ওই নারী বাড়ি থেকে নিখোঁজ হয়।

সোমবার বিকালে স্থানীয় লোকজন রশিবপুরা খালের মাঝখানে কচুরিপানার ভেতর লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। নিহত নারী সহজ-সরল ছিল বলে এলাকাবাসী জানায়। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.