প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময়

0

পিরোজপুর প্রতিনিধিঃ বুধবার (০৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ) তারিখ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, পিরোজপুর সদর, পিরোজপুর এর আয়োজনে সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায়  প্রধান শিক্ষকগণের নিকট হতে বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য ও মতামত গ্রহণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ গ্রামকে জানা, সকল শিক্ষার্থীর সাবলিলভাবে বই পড়তে পারা, স্কুল ডে উদযাপন, সঠিকভাবে হাত ধৌতকরণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেয়া, পাঠশেষে সাপ্তাহিক মূল্যায়ন করা, সহশিক্ষাক্রমিক কার্যক্রম পরিচালনা করা, বিদ্যালয়ের সম্পত্তি নামজারিকরণসহ সঠিকভাবে রক্ষণাবেক্ষন করা, মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়মিত অনুশীলন, লেসন প্লান ও শিখনফল অনুসারে পাঠদান করা ও বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের প্রতি আহবান জানানো হয়।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.