প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানালেন শাকিব খান

0
বিনোদন ডেস্কঃ ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর বাংলাদেশের সিনেমাপ্রেমীদের জন্য ঈদ মানেই শাকিব খান। প্রতিবারের মতো এবারও ঈদ হবে শাকিবময়। নানা জল্পনা-কল্পনার পরে অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’।

সিনেমাটি ঘিরে দর্শক উন্মাদনা তুঙ্গে। রাত পোহালেই ঈদের সম্ভাবনা। আর পর্দায় হাজির হবেন শাকিব খান। তবে দেশের মানুষকে ঈদে বরবাদ উপহার দিলেও প্রবাসীদের ভোলেননি শাকিব।ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী নাগরিকদের।সামাজিক যোগাযোগ মাধ্যমে মেগাস্টার শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস-এর পেজ থকে এক পোস্ট দিয়ে প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়, ‘অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অবদান রাখা সকল প্রবাসী ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার ও আপনার পরিবারদেরকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।’
শাকিবের এই শুভেচ্ছাবার্তায় দারুণ উচ্ছ্বসিত অনুরাগীরা। একের পর এক মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন তারাও।

এবারের ঈদে বরবাদ মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন শাকিব। ২৬ মার্চ বিকেলে বরবাদের মুক্তির বাধা কেটে গেলে সন্ধ্যা থেকেই অফিসে হাজির হতে থাকেন একের পর এক বুকিং এজেন্ট। রেন্টালও উঠতে থাকে আকাশচুম্বী।

শাকিব খানের আগের সব ছবির রেকর্ড ভেঙে দিয়ে ‘বরবাদ’ সর্বোচ্চ রেন্টাল পেয়েছে ১৩ লাখ টাকা। ‘বরবাদ’ ছবির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শহীদুল্লাহ মিয়া [মাস্টার]। প্রবীণ এই ব্যবস্থাপক জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ১২০টির বেশি হলে ছবিটি মুক্তি দেওয়া। এরই মধ্যে শতাধিক হল চূড়ান্ত হয়েছে।‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও আছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত। নুসরাতের উপস্থিতি কেবল এই আইটেম গানেই।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.