শুক্রবার (৬ জুন) বাংলাদেশের ভারতীয় দূতাবাসের মাধ্যমে ওই শুভেচ্ছা বার্তা হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘এই পবিত্র উৎসব সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করে। এটি আমাদের ত্যাগ, করুণা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অপরিহার্য।’
- Advertisement -