রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির হত্যার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা, তাঁদের প্রজন্ম এবং স্থানীয় মুক্তিকামী মানুষের অংশগ্রহেণে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে রামগঞ্জ-হাজিগঞ্জ সড়কে পৌরসভার সামনে বিকেল পাঁচ থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ ’৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যাকারীর দোসরেরা বঙ্গবন্ধু কন্যা, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি জাতি কখনো মেনে নিতে পারেনা। মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে এ হুমকি দেশের স্বাধীনতা ও সার্বভোমত্বের বিরুদ্ধে হুমকি। এদের সবাইকে আইনের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু তাহের পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আমিন মাস্টার, তাদের প্রজন্ম নুরুল ইসলাম সেলিম, মাসুদুর রহমানসহ আরো অনেকে প্রমূখ। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে মানববন্ধন কর্মসূচীতে বিপুল সংখ্যক লোক অংশ নেয়।