সাভার প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী।আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাভার উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা, ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, লিয়াকত হোসেন, সোহেল রানা প্রমুখ ।