প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মুখ্য সচিব ও উপদেষ্টা

0
নিজস্ব প্রতিবেদকঃ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী। শুক্রবার (৩ জানুয়ারি) চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি।

তার মা বেগম তাহেরা হোসেন চৌধুরী (৮৬) বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।আহমদ হোসেন চৌধুরীর স্ত্রী তাহেরা। তিনি ৬ সন্তানের জননী। গ্রামের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রামের বিজয়করা গ্রামে।

তার বড় ছেলে আবদুল্লাহ আল মামুন চৌধুরীর ধানমন্ডির বাসভবন সংলগ্ন মসজিদে সকালে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।ওই জানাজায় অংশ নেন কামাল আবদুল নাসের চৌধুরী।

কারা সূত্র জানায়, কামাল আবদুল নাসের চৌধুরীর মায়ের মৃত্যুর পর পরিবারের তরফ থেকে প্যারোলের আবেদন করা হয়। পরে তাকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জানাজার নামাজ শেষে আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।’

বিএনপির মহাসমাবেশে হামলায় মকবুল নিহতের ঘটনায় পল্টন থানায় করা মামলায় কামাল আবদুল নাসের চৌধুরীকে আসামি করা হয়। ওই মামলায় গত বছরের ১ অক্টোবর রাতে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ২ অক্টোবর কামাল আবদুল নাসের চৌধুরীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস। রিমান্ড শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন।

রিমাণ্ডে জিজ্ঞাসাবাদের পর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.