পুলিশ কমিশনারের নির্দেশনায় বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ অটোরিক্সা কারখানা বন্ধ ও জরিমানা আদায় শান্ত ইসলাম
বিশেষপ্রতিনিধিঃ সরকারী নির্দেশনা অমান্য করে বরিশালে অবৈধ অটোরিক্সা তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে এবং নগদ অর্থ দন্ড দেয়া হয়েছে। গতকাল বরিশাল নগরীর সোনামিয়ার পোল বাজারে একটি দোকান ভাড়া নিয়ে পুলিশ কমিশনারের নির্দেশনা অমান্য করে ইমরান হাওলাদার নামে এক ব্যবসায়ী গোপনে নতুন হলুদ অটোরিক্সা তৈরী করতো। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে ও এয়াপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদারের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সহকারী কমিশনার আজারুল ইসলাম কারখানা মালিকের কাছ থেকে মুসলেখা নিয়ে সরকারী নির্দেশনা অমান্য করা এবং অবৈধ যানবাহন তৈরী করার অপরাধে অর্থ দন্ড দেন। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মোঃ জাকির শিকদার বলেন, কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। পুলিশ কমিশনারের নির্দেশনা অমান্য করায় তাকে এ জরিমানা করা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার আজহারুল ইসলাম বলেন, নতুন হলুদ অটোরিক্সা তৈরী করা সম্পূর্ন অবৈধ। ইমরানের বিরুদ্ধে অবৈধ অটোরিক্সা তৈরী করার অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা পাই। পর্যায়ক্রমে সকল অবৈধ করখানায় অভিযান পরিচালনা করা হবে।