কলকাতা, ২৮ জুলাই ২০২৪: গায়ক দুর্নিবার সাহা এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেন তাদের পুত্রসন্তান ধিয়ানকে প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন। ২০২৩ সালের ৯ মার্চ বিয়ের পর, চলতি বছরের ফেব্রুয়ারিতে এই দম্পতি সন্তানের বাবা-মা হন।
- Advertisement -
সোশ্যাল মিডিয়ায় ধিয়ানের ছবি শেয়ার করে দুর্নিবার লেখেন, “তুই শুধু ভালোটাই খুঁজিস। মিথ্যে তো বড়ই সহজ, তুই শুধু সত্যিটাই বলিস। তুই শুধু ‘তুই’ হয়ে বেড়ে ওঠ। আমাদের ধিয়ান।”
ছবিতে দেখা যাচ্ছে, ধিয়ান ধুতি-পাঞ্জাবি পরে বাবা-মায়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন। দুর্নিবার এবং ঐন্দ্রিলা তাকে আদর করছেন। ছবিগুলিতে ধিয়ান কখনো শান্তভাবে বসে আছে, আবার কখনো শুয়ে রয়েছে।
দুর্নিবার ও ঐন্দ্রিলা তাদের প্রেমের কথা বারবার প্রকাশ্যে বলেছেন এবং বিয়ের পর থেকে তাদের জীবন নিয়ে নানা আপডেট শেয়ার করে এসেছেন। ধিয়ানের ছবির মাধ্যমে তাদের পারিবারিক জীবনের একটি নতুন অধ্যায় উন্মোচিত হলো।