খেলাধুলা ডেস্ক বিশ্বব্যাপী প্রতিবাদের মুখে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছেই। খোদ রাশিয়ানরাও এই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে আসছে। তাদের মাঝে অন্যতম রাশিয়া ফুটবল দলের সাবেক অধিনায়ক ইগর ডেনিসভ। তিনি ইউক্রেনে আক্রমণের প্রতিবাদ করে মুখ খুলেছিলেন।নিজের সেই কাজের জন্য এখন আফসোস করছেন। ডেনিসভ শঙ্কায় আছেন, যেকোনো সময় পুতিনের সৈন্যরা তাকে হত্যা করতে পারে। কিংবা তাকে পাঠানো হতে পারে কারাগারে।
সম্প্রতি রাশিয়ার এক ইউটিউব চ্যানেলে ডেনিসভ বলেছিলেন, ‘যা হচ্ছে তা ভয়ংকর। জানি না এ কথা বলার জন্য আমার জেল হবে নাকি মেরে ফেলা হবে। তবে নিজের মনের কথা বলতে কোনো ভয় নেই আমার। আমি চাই দেশের সবাই শান্তিতে থাকুক। নিজেকে এই দেশের নাগরিক বলতে এখন আর গর্ববোধ করি না। আমি প্রেসিডেন্টকে বলেছিলাম, আপনার সামনে হাঁটু মুড়ে বসতে রাজি আছি। দয়া করে যুদ্ধ বন্ধ করুন।ইউক্রেন আক্রমণের পর রাশিয়ায় নতুন আইন হয়েছে, ‘যুদ্ধ’ বা অন্য কোনো সমার্থক শব্দ প্রকাশ্যে কেউ বলতে পারবে না। পুতিনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারবে না। অন্যথায় ১৫ বছরের জেল এবং কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও হতে পারে। শুধু ইউটিউব চ্যানেলে মুখ খোলাই নয়, পুতিনকে চিঠি লিখেও যুদ্ধ বন্ধের আরিজ জানিয়েছেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে রাশিয়ার অধিনায়ক ডেনিসভ। এ ছাড়া টেনিসের দুই তারকা ড্যানিল মেদভেদেভ এবং আন্দ্রে রুবলেভ ইতিমধ্যে যুদ্ধ বন্ধের আরিজ জানিয়েছেন।