পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

0

জেলা প্রতিবেদকঃ পুকুরে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরে এলেন কলেজছাত্র আয়াস উদ্দিন জাদরান (১৯)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ রশিদ আহমেদ কলেজের এইচএসসির শিক্ষার্থী।

- Advertisement -

রবিবার (২৯ সেপ্টেম্বর) মাগরিবের সময় ঈদগাঁও বাজারস্থ বায়তুশ শরফ মসজিদ পুকুরে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো বিকালে ফুটবল খেলা শেষে মাগরিবের সময় আয়াস উদ্দিন জাদরান ও তার দুই সহপাঠী বায়তুশ শরফ মসজিদের পুকুরে গোসল করতে নামে।

পুকুরে ডুব দেওয়ার পর অপর দুই সহপাঠী ভেসে উঠলেও আয়াস ভেসে উঠেনি। তাকে না দেখে অপর সহপাঠী ও মসজিদের ঘাটে বসা লোকজন খোঁজাখুঁজির পর তার নিথর দেহ ভেসে উঠতে দেখেন সহপাঠীরা। এ দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে পড়ে।

নিহত আয়াস উদ্দিন জাদরান ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার স্থায়ী বাসিন্দা হলেও জাগিরপাড়ার মক্কা কলোনিতে সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।

 

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.