পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
পিরোজপুর প্রতিনিধি:  পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে শহরের টাউন ক্লাব মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান লাভলু এবং যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভা শেষে শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের শাসনামলে বিএনপি’র নেতাকর্মীরা উন্মুক্ত পরিবেশে কোন সভা সমাবেশ করতে পারে নাই। তবে আওয়ামী সরকার পতনের পর তাদের কথা বলার অধিকার ফিরে এসেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানান বক্তারা।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.